সম্প্রদায় কাকে বলে সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

হ্যালো বন্ধুরা আপনারা যারা সম্প্রদায় কাকে বলে জানার জন্য অনুসন্ধান করতেছেন কিন্তু মনের মত করে সম্প্রদয়ের সংজ্ঞা কি বা কাকে বলে খুজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি। আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলি কি কি রয়েছে। 

মানুষ হচ্ছে সামাজিক জীব যা সমাজবদ্ধ ছাড়া বসবাস করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টোটল বলেন মানুষ একক ভাবে থাকতে পারে না, মানুষ কোন না কোন জনগোষ্ঠীর সদস্য আর যারা কোন জনগোষ্ঠীর সদস্য না তারা হয় দেবতা নয়তো কোন প্রেতাত্মা। তাই মানুষ একক ভাবে থাকার কোন প্রশ্নই ওঠে না, মানুষ কোন না কোন জনগোষ্ঠীর সদস্য।

সাধারণভাবে কোন ভৌগলিক সীমারেখা বসবাসকারী একটি জনসমষ্টিকে সম্প্রদায় বলে ধরা হয়। আবার সমাজ বিজ্ঞানের ভাষায় একটি অঞ্চলে সাধারণ জীবনযাপন প্রণালী প্রণালী সংবলিত জনগোষ্ঠীকে বোঝানো হয় সম্প্রদায়। নিম্নে আমরা সম্প্রদায় কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। তাই আর্টিকেল টি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

সম্প্রদায় কাকে বলে?

সাধারণ ভাবে সম্প্রদায় বলতে, নির্দিষ্ট একটি অঞ্চলে কোন জনগোষ্ঠী সুসংহত জীবনযাপনের সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়। আবার যখন কোন গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে বরং একটি সাধারণ জীবনযাপন অংশীদার হয় তখন তাকে সম্প্রদায় হিসেবে ধরা হয়। 

সম্প্রদায় ক্ষুদ্র ও বৃহৎ জনগোষ্ঠী হতে পারে। এছাড়া সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে গড়ে ওঠে আবার নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের বাইরে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠলে তাকে সম্প্রদায় বলা হয়। সম্প্রদায়কে বৈজ্ঞানিক ভাষায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে।

একটি জনপ্রিয় ধারণা অপরটি হলো বৈজ্ঞানিক ধারণা। যেমন- উপমহাদেশের জনপ্রিয় ধারণা অনুসারে মুসলমান, হিন্দু-বৌদ্ধ ইত্যাদি সম্প্রদায় বলা হয়। অন্যদিকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে গ্রাম-শহর ইত্যাদি সম্প্রদায় হিসেবে ধরা হয়। 

সম্প্রদায় কাকে বলে?

উত্তরঃ সাধারণ ভাবে সম্প্রদায় বলতে, নির্দিষ্ট একটি অঞ্চলে কোন জনগোষ্ঠী সুসংহত জীবনযাপনের সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়।

সম্প্রদায় কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা আপনাদের সঙ্গে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস এর মতে, সম্প্রদায় বলতে এমন একটি আঞ্চলিক গোষ্ঠীকে বোঝায় যে যাদের ভাষা সামাজিক রীতিনীতি ভাবধারা ও দৃষ্টিভঙ্গি এক ও অভিন্ন।

সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ এর মতে, সম্প্রদায় হচ্ছে একই এলাকায় বসবাসরত জনগোষ্ঠী তাদের জীবনযাপন প্রণালী একই ধরনের এবং সে বিষয়ে তারা সচেতন।

সমাজবিজ্ঞানী ল্যুন্ডবার্গ তার Sociology  গ্রন্থে সম্প্রদায়ের একটি সংখ্যা প্রদান করেন, Community is a human population living within a limited geographic area and caring for a common independent life.(একটি সম্প্রদায় হল একটি সীমিত ভৌগলিক এলাকার মধ্যে বসবাসকারী এবং একটি সাধারণ স্বাধীন জীবনের যত্ন নেওয়া একটি মানব জনসংখ্যা)

সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলো সম্পর্কে তাহলে চলুন জেনে নেয়া যাক সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলো কি কি রয়েছে। 

  • জনগোষ্ঠীঃ  সম্প্রদায়ের সঙ্গে জনগোষ্ঠীর সম্পর্ক নিবিড় প্রকৃতপক্ষে জনগোষ্ঠীর সম্প্রদায় একটি অপরিহার্য অঙ্গ।
  • সুনির্দিষ্ট এলাকাঃ নির্দিষ্ট একটি অঞ্চল হল সম্প্রদায়ের প্রধান উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কেননা গোষ্ঠীবদ্ধ হয়ে জীবন ধারা পরিচালনা করতে হলে একটি নির্দিষ্ট অঞ্চলভিত্তিক জায়গার প্রয়োজন রয়েছে। স্থানভেদে অঞ্চলের স্থান পরিবর্তন ঘটতে পারে।
  • সার্বজনীন গোষ্ঠীঃ সম্প্রদায়ের মধ্যে সার্বজনীন গোষ্টী বসবাস করে। এখানে সবাই সবার মতো করে জীবন যাপন করতে পারে।

আরোও দেখুন>

  •  অকৃত্রিম গোষ্ঠী জীবনঃ সম্প্রদায় হল প্রাকৃতিকগত দিক থেকে একটি স্বাভাবিক অকৃত্রিম জনগোষ্ঠীর জীবন। সম্প্রদায় কারো ইচ্ছাতে কোন বিশেষ উদ্দেশ্য কে কেন্দ্র করে গড়ে উঠতে পারে না।
  • অভিন্নতাঃ প্রচলিত ভাষার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি সদস্যরা এতই নির্ভরশীল হয়ে উঠে পড়ে যে এগুলোর বিরুদ্ধে সামান্য শাহস ও তাদের থাকে না তাই সকলে অভিন্নতা রয়ে যায়।
  • স্বয়ংসম্পূর্ণঃ  সম্প্রদায় হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ জনগোষ্ঠী বা মানবগোষ্ঠী।  মানবগোষ্ঠী সদস্যরা অভ্যন্তরে অনায়াসে তার সার্বিক কর্মমুখী জীবনধারা অবহিত করতে পারে।  

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়া আর্টিকেলটি সম্পর্কে কোন তথ্য জানার থাকলে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।

সম্প্রদায়ের বৈশিষ্ট্য নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ

সম্প্রদায় কাকে বলে?

সাধারণ ভাবে সম্প্রদায় বলতে, নির্দিষ্ট একটি অঞ্চলে কোন জনগোষ্ঠী সুসংহত জীবনযাপনের সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়।

সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলো কি কি?

সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলো সম্পর্কে চলুন জেনে নেয়া যাক, সম্প্রদায়ের বৈশিষ্ট্য গুলো কি কি রয়েছেঃ-  জনগোষ্ঠী, সুনির্দিষ্ট এলাকা, সার্বজনীন গোষ্ঠী, অকৃত্রিম গোষ্ঠীর জীবন, স্বয়ংসম্পূর্ণ।

Leave a Comment