সন্ধি কাকে বলে?

আপনারা যারা বাংলা ব্যাকরণে সন্ধি অংশটি সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। কারণ শিক্ষাজীবনে বাংলা ব্যাকরণে  সন্ধির গুরুত্ব অপরিসীম।

সন্ধি শব্দের অর্থ কি?

সাধারন অর্থে সন্ধি শব্দের অর্থ মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। সন্ধির ফলে নতুন শব্দের সৃষ্টি হয়। সন্ধি ব্যবহারের ফলে আমরা সঠিকভাবে একে-অপরের সাথে মনের ভাব প্রকাশ করতে পারে এবং একটি অর্থবোধক শব্দ তৈরি হয়। 

সন্ধি কাকে বলে?

উত্তরঃ সাধারন অর্থে সন্ধি শব্দের অর্থ মিলন।

সন্ধি কাকে বলে?

সহজ কথায় সন্ধি হল সন্নিহিত দুটি ধ্বনির মিলন। যখন সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন, জল+আধার= জলাধার। এখানে দুইটি শব্দ মিলিত হয়ে  একটি অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। 

তবে বিভিন্ন বাংলা ব্যাকরণবিদগণ সন্ধির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন, দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি যদি একইভাবে উচ্চারিত হয় বা শব্দ দুটি মিলিত হয়ে এক শব্দে পরিণত হলে সেখানে সন্ধি হয়। পরস্পর পাশাপাশি উপস্থিত দুটি ধ্বনির একত্রিত হওয়ার ফলে যদি একটি নতুন ধ্বনি তৈরি হয়, তখন তাকে সন্ধি বলে। যেমন, শত + অধিক = শতাধিক, নব + অন্ন = নবান্ন। 

সন্ধি কত প্রকার ও কি কি?

বাংলা ব্যাকরণ মতে, সন্ধি সাধারণত দুই প্রকার। যথা, বাংলা সন্ধি ও তৎসম সন্ধি। 

১. বাংলা সন্ধিঃ সংস্কৃত ছাড়া বাংলায় গৃহীত ও প্রচলিত অন্যান্য শব্দকে বলা হয় খাঁটি বাংলা সন্ধি। 

২. তৎসম সন্ধিঃ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের দ্বারা কোনো সন্ধি হলে তাকে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি বলে। 

সন্ধির প্রয়োজনীয়তা?

বাংলা ব্যাকরণ অংশে সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত সকল ক্ষেত্রে সন্ধির  প্রয়োজনীয়তা রয়েছে। যেমন,

  • উচ্চারণে সহজপ্রবণতা।
  • ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
  • দ্রুত উচ্চারণ করা যায়।
  • নতুন শব্দ গঠন করে।
  • ভাষাকে শ্রুতিমধুর ও সংক্ষিপ্ত করে।
  • ভাষার শব্দ সম্পদ বৃদ্ধি করে  ইত্যাদি।

সন্ধি নিয়ে কিছু প্রশ্ন উত্তরঃ

সন্ধি কাকে বলে?

সাধারন অর্থে সন্ধি শব্দের অর্থ মিলন।

সন্ধি কত প্রকার ও কি কি?

বাংলা ব্যাকরণ মতে, সন্ধি সাধারণত দুই প্রকার। যথা, বাংলা সন্ধি ও তৎসম সন্ধি। 

Leave a Comment