সর্বনিম্ন যাকাত কত? যাকাত সর্বনিম্ন কত টাকা?

আপনি কি জানেন সর্বনিম্ন যাকাত কতো? বা যাকাত সর্বনিম্ন কতো টাকা দিতে হবে? যদি জেনে না থাকেন তাহলে এখনি জেনে নিন। আপনি এখানে যাকাতের সম্পূর্ন সঠিক হিসাব জানতে পারবেন, সেই সাথে জানতে পারবেন সর্বনিম্ন যাকাত কত? নিম্নে দেখুন যাকাত সর্বনিম্ন কত টাকা দিতে হয়।

সর্বনিম্ন যাকাত কত 

আমরা দৈনন্দিন যাকাতের পরিমাণ যে ভাবে হিসাব করিঃ আমাদের দৈনন্দিন প্রয়োজন পূরণের পর সম্পদের পরিমাণ যদি সাড়ে বায়ান্ন (৫২) তোলা পরিমাণ রুপা অথবা সাড়ে সাত (৭.৫০) তোলা পরিমাণ স্বর্ণ সমানমূল্যের সম্পদ থাকলে সেই সম্পদের আড়াই শতাংশ হারে যাকাত দিতে হবে, আর এটিই হচ্ছে সর্বনিম্ন যাকাতের পরিমাণ। 

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম বলেছেন, ২০ দিনারের কম স্বর্ণের ওপর যাকাত ফরয নয়। যদি কোন ব্যক্তির কাছে ২০ দিনার পরিমাণ স্বর্ণ এক বছর যাবত থাকে, তবে তার জন্য অর্ধ দিনার যাকাত দিতে হবে। এরপরে যা বৃদ্ধি পাবে তার হিসাব ওইভাবেই হবে।

যাকাত সর্বনিম্ন কত টাকা

হাদীসে বর্ণিত রয়েছে ০১ দিনার সমান ৪.২৫ গ্রাম স্বর্ণ, অর্থাৎ ২০ দিনার সমান ৮৫ গ্রাম স্বর্ণ। ১ ভরি সমান ১১.৬৬ গ্রাম হলে, ৮৫ গ্রাম স্বর্ণে ( ৮৫/ ১১.৬৬) সমান ৭.২৯ ভরি স্বর্ণ। অতএব কোন ব্যক্তির কাছে উল্লেখিত পরিমাণ স্বর্ণ এক বছর যাবত থাকলে তার ওপর বর্তমান বাজার মূল্যের হিসাব অনুযায়ী কোন সম্পদের ২.৫% যাকাত দেওয়া ফরজ । 

সাড়ে সাত ভরি সোনার সমপরিমাণ সম্পদ থাকলে ২.৫% যাকাত দেয়া ফরজ।

এই হিসাব অনুসারে শতকরার হিসাবে একশত টাকায় ২ টাকা ৫০ পয়াস সর্বনিম্ন যাকাত।

আমাদের সমাজে মহান আল্লাহ তালার অনেক দয়ালু ও ইমানদার বান্দা রয়েছে। যাদের ধন সম্পদের পরিমাণের তুলনায় আল্লাহর প্রতি ভালোবাসা ও মমতা বেশী থাকায় তারা নির্ধারিত যাকাতের পরিমাণের তুলনায় অনেক বেশি পরিমাণে গরিব-দুঃখীর মাঝে যাকাত বিতরণ করে থাকে। 

আরো দেখুন>>>

যেহেতু যাকাত প্রত্যেক স্বাবলম্বী মুসলিম বান্দাদের উপর ফরয করা হয়েছে এবং ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত হল চতুর্থ। 

সর্বনিম্ন যাকাত কত ? সম্পর্কিত কিছু প্রশ্নত্তর

সর্বনিম্ন যাকাত কত

সর্বনিম্ন যাকাত হলো – মোট সম্পদের ২.৫%

যাকাত সর্বনিম্ন কত টাকা

যাকাত সর্বনিম্ন শতকরা ২ টাকা ৫০ পয়সা।

১ দিনার সমান কত স্বর্ণ?

১ দিনার সমান ৪.২৫ গ্রাম স্বর্ণ

১ ভরি সমান কত গ্রাম স্বর্ণ?

১ ভরি সমান ১১.৬৬ গ্রাম স্বর্ণ

Leave a Comment