সৌরজগৎ কি কি নিয়ে গঠিত?

সৌরজগৎ মূলত মহাকাশের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, গ্যালাক্সি, ধূলিকণা ও গ্যাস ইত্যাদি নিয়ে গঠিত একটি সৌর ব্যবস্থা। সৌরজগৎ মুলত ৮ গ্রহ, ১৬৬ উপগ্রহ ও অসংখ্য গ্রহাণুপুঞ্জ নিয়ে গঠিত। সৌরজগৎের প্রত্যেকটি গ্রহ ও উপগ্রহ  সূর্যকে প্রদক্ষিণ করে। 

প্রাচীনকাল থেকেই সৌরজগৎ সম্পর্কে মানুষের বিভিন্ন রকমের ধারণা ছিল তৎকালীন জ্যোতিবিদরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন ধারণা প্রকাশ করতেন এবং সেই ধারণা মানুষ বিশ্বাস করতেন। কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে।

চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সৌরজগৎ কি এবং সৌরজগৎ কি কি নিয়ে গঠিত এই সম্পর্কে। 

সৌরজগৎ কি 

সৌরজগতের ইংরেজি অর্থ হল সোলার সিস্টেম (sollar system)। ইংরেজি Soll শব্দটির অর্থ হল সূর্য, যা প্রাচীন রোমান ভাষা থেকে এসেছে। সৌরজগৎ বা সোলার সিস্টেম বলতে যে জাগতিক বা মহাকাশ জগত  সূর্যকে কেন্দ্র করে গড়ে।  

সৌরজগৎ হল গ্রহ, উপগ্রহ, ও গ্রহাণুপুঞ্জ নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যকে প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে অক্ষবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি সৌর ব্যবস্থা। সৌরজগৎ মুলত ৮ গ্রহ, ১৬৬ উপগ্রহ ও অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে। 

সৌরজগৎ মুলত মহাকাশ ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে অবস্থিত মহাগ্রহের ব্যবস্থাটি। সৌরজগতের সৌরজগতের প্রত্যক্ষভাবে সূর্যকে প্রদক্ষিণ বস্তুগুলোর মধ্যে বৃহত্তম ০৮ টি গ্রহ। 

সৌরজগত কি নিয়ে গঠিত 

প্রাচীনকাল থেকেই সৌরজগৎ সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তি আবিষ্কারের  ফলে মানুষের ভুল ধারণা গুলো দূর হয়ে যায়। সৌরজগৎ সম্পর্কে মানুষ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারে। 

গ্রহ সমুহঃ সৌরজগতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে মোট আটটি গ্রহ। গ্রহ গুলো হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। 

উপগ্রহঃ সৌরজগতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে ১৬৬ উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। 

নক্ষত্রঃ সূর্য সৌরজগতের কেন্দ্র বিন্দুতে অবস্থিত। পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়, পৃথিবী থেকে এর গড় দূরত্ব ১৫০ মিলিয়ন কিলোমিটার। সূর্য তার নিজস্ব গ্যালাক্সির চতুর্দিকে বৃত্তাকার পথে ২০ কোটি বছরে একবার প্রদক্ষিণ করে এবং নিজ কক্ষপথে প্রায় ২৫ দিনে একবার আবর্তন করে।

আরো দেখন

ধূমকেতুঃ ধূমকেতু হচ্ছে সৌর জগতের বেশ ছোট জাগতিক বস্তু। ধূমকেতু মূলত উদ্বায়ী বরফ দ্বারা গঠিত। এই বস্তুগুলোর ব্যাস হয় সাধারণত কয়েক কিলোমিটার। এরা অতি মাত্রায় উৎকেন্দ্রিক কক্ষপথে আবর্তন করে।  

গ্রহাণুপুঞ্জঃ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অংশে সূর্যের চারদিকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ আবর্তন করে, সেগুলো একত্রে গ্রহাণুপুঞ্জ বলে। 

উল্কাঃ আমরা অনেক সময় রাতের আকাশে তারা ছুটতে বা তারা নিভে যেতে দেখতে পাই, ওই সব তারাকে উল্কা বলে। 

সৌরজগৎ সম্পর্কে আরো কোনো বিস্তারিত তথ্য জানতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার প্রচেষ্টা করব। 

Leave a Comment