শুকনো কাশির ট্যাবলেটের নাম

কাশি প্রতিটি মানুষের জন্য একটি বিরক্তিকর সমস্যা। কাশির যন্ত্রণা কতটা কষ্টদায়ক যাদের ঘনঘন খুসখুসে কাশি হয়ে থাকে শুধু সে সকল ব্যক্তি জানে কাশি কতটা যন্ত্রণাদায়ক। তাই আজ আমরা আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব শুকনো কাশির ট্যাবলেট এর নাম এবং কিভাবে তা সেবন করতে হবে।

অনেকের এমন কাশি হয় যেন জীবন বেরিয়ে আসে। আবার কাশি দূর করার জন্য প্রাকৃতিক উপায়ে নানা ধরনের ওষুধ সেবন করে থাকে কিন্তু কোন ধরনের উপকার হয়ে থাকে না। তাছাড়াও প্রাকৃতিক উপায়ে যে সকল নিয়ম মেনে ওষুধ খাওয়া হয় তার মাধ্যমে অল্প সংখ্যক মানুষের কাশি দূর করা সম্ভব হয়।

কাশির ট্যাবলেটের নাম

যাদের অনেক বেশি কাশি হয়ে থাকে তারা খুশখুশে কাশি দূর করার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। কাশি দূর করার জন্য অনেক ট্যাবলেট সেবন করেন। তাছাড়াও অনেকেই রয়েছে যারা কাশির ট্যাবলেট এর নাম সম্পর্কে জানতে গুগলে অনুসন্ধান করে থাকেন।

শুকনো কাশির ট্যাবলেটের নাম

উত্তরঃ শুকনো কাশির জন্য আপনারা হিস্টাসিন, হিস্টালেক্স, মোনাস ১০, মেটরিল ও  মনটিন ১০ ইত্যাদি ওষুধ সেবন করতে পারেন।

আপনাদের যাদের অনেক বেশি খুসখুসে কাশি রয়েছে তারা চাইলে কাশি দূর করার জন্য অ্যালকফ কফজেল ট্যাবলেট সেবন করতে পারেন। এই অ্যালকফ কফজেল ট্যাবলেট কার্যকারিতা হল যাদের হাঁপানি, ধূমপান ও ঠাণ্ডা জনিত কারনে কাশি হয়ে থেকে তাদের ক্ষেত্রে অনেক উপকার হয়।

শুকনো কাশির ট্যাবলেটের নাম

কাশি হলে অনেকেই অনেক ধরনের ওষুধ সেবন করে থাকেন কিন্তু কোন ধরনের উপকার পান না। আবার অনেকের খুসখুসে কাশির জন্য কাশির ট্যাবলেট সেবনে কোন ধরনের উপকার পান না। এই সকল ওষুধ সেবন করলে ভালো ফলাফল পেতে পারেন। 

শুকনো কাশির জন্য আপনারা হিস্টাসিন, হিস্টালেক্স, কিটো এ ১০০,বেক্সিমকো, টোফেন, বেনজোনাটেট, ফেক্স ১২০, মোনাস ১০, মেটরিল ও  মনটিন ১০ ইত্যাদি ওষুধ সেবন করতে পারেন। এছাড়াও আপনারা সিরাপ ব্যবহার করতে পারেন যেমন নাইট কফ, হানি, তুলসী ইত্যাদি।

কাশির ওষুধ কিভাবে খাবো? 

অনেকে সিরাপ জাতীয় ঔষধ সেবন করতে পারে না। আবার অনেকে রয়েছে ট্যাবলেট সেবন করতে পারে না। তাদের ক্ষেত্রে খুসখুসে কাশির জন্য রয়েছে দুই ধরনের সেবন পদ্ধতি যে সকল ব্যক্তি সিরাপ জাতীয় ওষুধ সেবন করতে পারেনা তারা ট্যাবলেট সেবনের মাধ্যমে উপশম পেতে পারে। এবং যারা ট্যাবলেট জাতীয় ওষুধ সেবন করতে পারেনা তারা সিরাপ এর মাধ্যমে উপশম পেতে পারে।

এছাড়াও কাশির জন্য বিভিন্ন আকারে ওষুধ পাওয়া যায় যেমন স্প্রে ক্যাপসুল সেসকল ব্যবহারের মাধ্যমেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। যেমন শিশুরা ট্যাবলেট গিলে ফেলতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব। 

সিরাপঃ শিশু বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের জন্য যারা ট্যাবলেট সেবন করতে পারেন না বা চান না এবং গলায় কোন ধরনের ব্যাথা রয়েছে তারা কাশির সিরাপ সেবন করে ভালো ফলাফল পেতে পারেন।

কাশির স্প্রেঃ অনেক রয়েছে যারা সিরাপ এবং ট্যাবলেট সেবন করতে পারেন না এবং সমস্যা জনিত কারণে বা গলায় ব্যথা সে কারণে সেবন করতে পারেন না। তাদের ক্ষেত্রে কাশির জন্য স্প্রে ব্যবহার করে ভাল ফলাফল পেতে পারেন। 

ট্যাবলেটঃ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেট সেবনে ভালো ফলাফল পাওয়া যায়। তাই যাদের খুসখুসে কাশি হয়েছে তারা ট্যাবলেট সেবন করার মাধ্যমে ভাল ফলাফল পেতে পারেন। 

স্কয়ার কাশির ট্যাবলেট এর নাম

বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানির কাশির ট্যাবলেট ও সিরাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভাল কার্যকরী ট্যাবলেট হলো স্কয়ারের। অনেকে রয়েছেন যারা ইন্টারনেট ও কারো পরামর্শ কাশির জন্য ঔষধ সেবন করে থাকেন।

আরোও দেখুন>>>

তাদের ক্ষেত্রে উত্তম হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা। কারণ অনেক সময় অন্যান্য ধরনের ওষুধ সেবন করার ফলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভাল হল ডাক্তারের পরামর্শ মাধ্যমে ওষুধ সেবন করা।

কাশির ট্যাবলেট স্কয়ারঃ নিম্নে আমরা কয়েকটি স্কয়ারের কাশির সিরাপের নাম উল্লেখ করেছি।

  • ইন্সুলার(১০ এমজি)।
  • কার্ভা ৭৫। 
  • সেফোটিল ২৫০। 
  • সিনারন/সিনারন প্লাস।

এসকল ওষুধ গুলো সেবনের মাধ্যমে আপনারা ভালো ফলাফল পেতে পারেন। তাছাড়াও স্কয়ারের আরো অন্যান্য ওষুধ রয়েছে যে গুলো সেবনের মাধ্যমে খুসখুসে কাশি সহ সকল ধরনের কাশির উপশম পেতে পারেন। 

আর্টিকেলটি পাঠ করার মাধ্যমে আপনারা জানতে পারে অনেক টা উপকৃত হতে পেরেছেন। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম সহ অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন।

এছাড়াও আর্টিকেলটি সম্পর্কে কোন ধরনের তথ্য জানার থাকলে তা আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর প্রদান করার চেষ্টা করব। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। 

কৌশল নিয়ে কিছু প্রশ্ন উত্তর:

কৌশল শব্দের অর্থ কি?

শুকনো কাশির জন্য আপনারা হিস্টাসিন, হিস্টালেক্স, কিটো এ ১০০,বেক্সিমকো, টোফেন, বেনজোনাটেট, ফেক্স ১২০, মোনাস ১০, মেটরিল ও  মনটিন ১০ ইত্যাদি ওষুধ সেবন করতে পারেন।

কৌশল কাকে বলে ?

সাধারণ ভাষায় কৌশল হল আমরা যখন কোন কাজ করার জন্য যে কায়দা বা পদ্ধতি ব্যবহার করে থাকি।

Leave a Comment