ভেজা নাকি শুকনো কাপিং ভালো

কাপিং চিকিৎসা পদ্ধতি হল বহুল প্রচলিত ও আলোচিত প্রাচীন একটি চিকিৎসা ব্যবস্থার নাম। কাপিং থেরাপি হচ্ছে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি, যেখানে ত্বকের ওপর কোনো একটি নির্দিষ্ট স্থানে রক্ত শোষণ এর ব্যবস্থা করা হয়। কাপিং থেরাপিকে ছদ্ম বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

কাপিং চিকিৎসা পদ্ধতি

কাপিং থেরাপি বা কাপিং চিকিৎসা একটি প্রাচীন চীনা ওষুধের বিকল্প, যা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিছুদিন পূর্বে এর ব্যবহার কমে গেলেও বর্তমানে কাপিং চিকিৎসা পদ্ধতির জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কাপিং চিকিৎসা পদ্ধতিতে শরীরে কাপের মাধ্যমে ভ্যাকুয়াম তৈরি করে দূষিত রক্ত, কাপ গুলোর ভিতরে চলে আসে। যা শরীরের ব্যথা কমায়, ফোলা কমায়, রক্তপ্রবাহ ঠিক রাখে ও শরীরের উজ্জ্বাল্য প্রদান করে। 

আরো পড়ুন>>>

শরীরে মেরিডিয়ান গুলির মাধ্যমে প্রাণশক্তি উদ্দীপিত করে কাপিং থেরাপি ব্যবহৃত কাপ গুলো প্লাস্টিক বা বাঁশের তৈরি হয়। কাপ গুলোকে অ্যালকোহলে ভেজানো একটি কাপড়ে আগুন দিয়ে জ্বালিয়ে কাপড় শুকানো হয় যাতে কার থেকে বাতাস বের হয়ে যায় এবং ভ্যাকুয়াম তৈরি হয়। 

ভেজা নাকি শুকনো কাপিং ভালো

কাপিং থেরাপির বিভিন্ন পদ্ধতি রয়েছে। ড্রাই বা শুল্ক কাপিং চিকিৎসা পদ্ধতিতে পিঠ, বুক-পেট বা নিতম্ব এর ত্বকে একটি উত্তপ্ত কাপ প্রয়োগ করা হয়ে থাকে। যা বাতাসে শীতল করে, এক স্থান থেকে অন্য  স্থানে প্রবাহ তৈরি করা হয়। এই চিকিৎসার উপকারিতা গুলো হলো, দ্রুত ব্যথা উপশম করা, দীর্ঘস্থায়ী ক্লান্তি থেকে মুক্তি দান, ফুসফুসের রোগ রোগ থেকে মুক্তি লাভ, ত্বক সুস্থ রাখতে সাহায্য করে, হজমের সমস্যা থেকে মুক্তি লাভ ও মূত্রনালীর রোগ নিরাময় ইত্যাদি।

Leave a Comment