ওয়েবসাইট কি? ওয়েবসাইট কাকে বলে?

আপনারা যারা ওয়েব সাইট সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে ওয়েব সাইট কি এবং ওয়েব সাইট কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনি চাইলে ওয়েব সাইট থেকে কিভাবে ইনকাম করা যায় তা জানতে পারবেন।

ওয়েবসাইট কি?

একই ডুমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েব সাইট কি তা আমরা সংক্ষেপে উপরে আলোচনা করেছি চলুন এবার ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেই।

ওয়েবসাইট হল  একাধিক ওয়েব পেজের সমাহার যা একই ডুমেনের অধীনে সংযুক্ত থাকে। যে কেউ তার প্রতিষ্ঠান,সংস্থা বা ব্যবসার জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওয়েবসাইট গুলো একটি সার্ভারে সংযুক্ত থাকে যাকে বলা হয় হোস্টিং। উদাহরন হিসাবে বলা যেতে পারে আমাদের এই সাইটটি হল একটি ওয়েবসাইট। 

ইন্টারনেটে থাকা সকল ধরনের ওয়েবসাইট মিলে তৈরি হয় World Wide Web। আবার অনেকেই ওয়েবসাইট কে ওয়েব পেজ বলে থাকেন কিন্তু তাদের ধারণা টি সম্পূর্ণ ভুল রয়েছে। আমরা আপনাদের আগেই জানিয়েছি যে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। 

ওয়েবসাইট কিভাবে তৈরি হয়?

ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাদের কিছু নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে করতে হবে। ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাদের যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে তা হল-  PHP,Java,Python ও HTML এবং CSS তবে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটি মার্কআপ  ল্যাঙ্গুয়েজ।

ওয়েবসাইট যে কন্টেন্ট গুলো থাকে তাকে সংরক্ষণের জন্য ডাটা বেজ ব্যবহার করা হয়ে থাকে। ডাটা বেজে প্রতিটি কন্টেন্ট সুন্দর ভাবে সাজানো থাকে কেউ যখন সার্চ করে ওয়েবসাইটে তখন ডাটা বেজে থাকা তথ্য গুলো সাজানো ভাবে সামনে চলে আসে। 

আপনাদের জানিয়ে রাখি যে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই ডোমেইন ও হোস্টিং এর মাধ্যমেই তা তৈরি করতে হবে। ডোমেইন ও হোস্টিং ছাড়া কখনো পরিপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব হবে না।

ওয়েবপেজ কত প্রকার

ওয়েব পেজ কত প্রকারের হয়ে থাকে তা অধিক সংখ্যক ব্যক্তি জানেন না। মূলত ওয়েব পেজ দু ধরনের হয়ে থাকে।

১। স্ট্যাটিক ওয়েব পেজ।

২। ডায়নামিক ওয়েব পেজ।

১। স্ট্যাটিক ওয়েবপেজ- এই ওয়েব পেজটি মূলত অপরিবর্তনশীল হয়ে থাকে। যে ওয়েব পেজের ডেটার মান গুলো ওয়েব পেইজে প্রদর্শন করার পর তার ডেটা আর পরিবর্তন করা সম্ভব হয় না তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে।

২। ডায়নামিক ওয়েবপেজ- এই ওয়েব পেজটি মূলত পরিবর্তনশীল হয়ে থাকে। যে ওয়েব পেজের ডেটার মান গুলো ওয়েব পেইজে প্রদর্শন করার পরও তা পরিবর্তন করা সম্ভব হয় তাকে ডায়নামিক ওয়েব পেজ বলে।

ওয়েবসাইট কত প্রকার

ওয়েবসাইট কি তা উপরিক্ত আলোচনা থেকে জানতে পেরেছেন কিন্তু ওয়েবসাইট কত প্রকার হয়ে থাকে তা কি আপনারা জানেন। আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন।

আমরা প্রতি নিয়ত কোন না কোন তথ্য জানার জন্য ওয়েবসাইট গুলো ভিজিট করে থাকি এগুলোর মধ্যে কয়েক ধরনের ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট মূলত ০৭ প্রকারের হয়ে থাকে।

১। সার্চ ইঞ্জিন ওয়েবসাইট।

২। পার্সোনাল বা ব্লগ ওয়েবসাইট।

৩। ইমেজ গ্যালারি ওয়েবসাইট।

৪। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ।

৫। অনলাইন শপিং ওয়েবসাইট।

৬। প্রশ্নের উত্তর ওয়েবসাইট। 

৭। কোম্পানির ওয়েবসাইট।

আমাদের এই আর্টিকেল টি পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও আর্টিকেল টি কেমন লেগেছে তা কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতুন আর্টিকেল লেখতে অনুপোরনা যোগ্যায়। 

Leave a Comment