সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোনটি

আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? আপনি নিশ্চয়ই বলবেন ফেসবুক, টুইটার, গুগোল ইত্যাদি। বর্তমান সময়ে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানব, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম সম্পর্কে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ মানবিক যোগাযোগের ক্ষেত্রে ভৌগলিক দূরত্ব পুরোপুরি দূর করে দিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে যে কোন ব্যক্তি তথ্য, অভিমত, ছবি, ভিডিও ইত্যাদি সহজেই আদান-প্রদান করা যায়।  

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা তৈরি করে দিয়েছে। গ্রাম – গঞ্জে, শহরে – বন্দরে, চায়ের দোকানে মানুষ যেকোন তথ্যের জন্য এখন আর পত্রিকা খোঁজাখুঁজি করে না। এখন যে কোন তথ্যের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির স্মার্টফোনগুলো ব্যবহার করে।

গণমাধ্যমে তথ্যের বিপণনের সাবেকি এখন আর নেই। এখন আপনার আশেপাশে এলাকায় এবং আশেপাশের দুনিয়ায় কি ঘটতেছে আপনি খুব সহজেই আপনার সামাজিক যোগাযোগ মিডিয়ার মাধ্যমে যেকোনো জায়গায় বসে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। 

ফেসবুক কি

ফেসবুক হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রায় সারা বিশ্বের ১৮০ কোটি মানুষ একযোগে ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুক ব্যবহার করে মানুষ এখন সারা বিশ্বের সকল তথ্য আদান প্রদান করে থাকে এবং আমাদের প্রিয়জনের খোঁজখবর এই ফেসবুকের মাধ্যমেই নেওয়া হয়ে থাকে।

ফেসবুক বর্তমান সময়ে মানুষের জনপ্রিয়তার এমন পর্যায়ে এসেছে যে আমাদের আন্দোলনের প্রয়োজন হলেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি। 

ফেসবুক ২০০৪ সালের ৪ই ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু হয়। বর্তমানে ফেসবুকের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এখন ফেসবুক মেটা কোম্পানির আওতাধীন পরিচালিত হচ্ছে।

আরো দেখুন>>>

ফেসবুক সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলেও কিছু দেশে ফেসবুককে ব্যান্ড করা হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে চিরন্তন ব্যান্ড করা হয়েছে। ইতালিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ সম্প্রীতি বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মানচিত্র আকারে প্রকাশ করেছে।

তার বিশ্লেষণে রাখা হয়েছে ১৪৯ টি দেশের মধ্যে ১১৯ টি দেশে ফেসবুক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। যা গত বছরের তুলনায় জনপ্রিয়তা অনেকটা কমেছে। তবে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফেসবুকে নতুন নতুন কিছু ফিচার সংযোজন করার মাধ্যমে ফেসবুকের চাহিদা ও জনপ্রিয়তা আবারো শীর্ষস্থানে থাকবে বলে আশা করছেন ফেসবুক কর্তৃপক্ষ।  

Leave a Comment