ফিকহ কাকে বলে ?

আপনি কি ফিকাহ কাকে বলে সে সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করতেছেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটটিতে রয়েছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফিকাহ কাকে বলে, ফিকাহ অর্থ কি। 

ফিকাহ আরবি একটি শব্দ যার অর্থ হল উপলব্ধি করা, গভীর ভাবে বোঝা, উন্মোচন করা, অনুধাবন করা, সুক্ষদর্শিতা। ফিকাহ শাস্ত্র যার মাধ্যমে আল্লাহর বিধি-বিধান ও পবিত্র কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত প্রমান সহ ব্যবহারিক জীবনের বিভিন্ন বিধি-বিধান, নিয়ম-কানুন সম্পর্কে সমাধান পাওয়া যায়। 

বর্তমান সময়ে আরবি আইনশাস্ত্র কেই ফিকাহ বলা হয়। ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থার  আইন-কানুন, বিধি-বিধান সুবিন্যস্ত নামে হচ্ছে আল-ফিকহ। আল-ফিকহ শাস্ত্রের ভিত্তি হচ্ছে পবিত্র কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। 

যেকোন সমস্যার উদ্ভব ঘটলে কুরআন ও সুন্নাহের মাধ্যমে তার সমাধান খুঁজে পাওয়া যায়। এছাড়া যদি কুরআন ও সুন্নাহর মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া না যায় তাহলে ইজমা ও কিয়াসের মাধ্যমে তার সমাধান খুঁজে পাওয়া যায়। তাই আল-ফিকহ শাস্ত্রের ভিত্তি হিসাবে পবিত্র কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস ধরা হয়।

ফিকহ কাকে বলে ?

যে শাস্ত্র পাঠ করার মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় তাকে আল-ফিকহ বলে।

 ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ফিকহ কে সংজ্ঞায়িত যে ভাবে, দলিলের বিস্তর উৎসসমূহ থেকে অর্জিত শরীয়তের আমলে সঙ্গে সম্পৃক্ত বিধানাবলী জ্ঞান।

আবার অন্যভাবে যদি সংখায়িত করা যায়, কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস এর মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় সে শাস্ত্রকে আল-ফিকহ বলে। 

ফিকহ পাঠ করলে মানুষের দৈনন্দিন জীবনের সকল বিষয়ে ইসলামী শরীয়তের বিধি-বিধান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। আল-ফিকহ শাস্ত্রটির জনক হল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। ফিকহ কে দুই ভাগে বিভক্ত করা যায়।

ফিকহ কাকে বলে ?

উত্তরঃ ফিকাহ আরবি একটি শব্দ যার অর্থ হল উপলব্ধি করা

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জামানায় উদ্বুদ্ধ সকল সমস্যার সমাধান তিনি ওহীর জ্ঞানের মাধ্যমে তিনি সকল সমস্যার সমাধান দিয়ে গেছেন। কিন্তু কালক্রমে যখন নিত্য নতুন সমস্যার উদ্ভব হতে থাকে তখন অভিজ্ঞ ও দক্ষ ফিকহ গ্রহণ কুরআন-সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে ব্যাপক গবেষণার মাধ্যমে ইলমে ফিকাহ সুবিন্যাস্ত শাস্ত্র উপহার দেন।

আরোও দেখুন

যেসকল মুজতাহিদীনের অবদান বিশ্বমুসলিম সুবিন্যাস্ত আকারে বিধি-বিধান পেয়েছে তার মধ্যে ইমাম আবু হানীফা রহঃ, ইমাম মালিক রহঃ, ইমাম শাফেয়ী রহঃ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ, ইমাম আওযায়ি রহঃ, ইমাম সুফিয়ান সাওরী রহঃ ও ইমাম জহরি রহঃ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে। ঐসকল মুজতাহিদীনের জন্যেই আল ফিকাহ শাস্ত্র সকল সমস্যার সমাধান সুন্দরভাবে দিতে পারেন।

আল-ফিকহ ক্ষেত্র সমূহ

এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব আল-ফিকহের ক্ষেত্রসমূহ নিয়ে।  আল-ফিকহ মানব জীবনের পাঁচটি দিক নিয়ে আলোচনা করে।

  • মুয়ামালাত
  • মুয়াশারাত
  • ইবাদত
  •  উকুবাদ 
  • সিয়াসাত

আমাদের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়া আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতুন আর্টিকেল লিখতে অনুপ্রেরণা জুগিয়ে থাকে। নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন একবার করে হলেও ভিজিট করুন।

ফিকহ কাকে বলে নিয়ে কিছু প্রশ্নের উত্তর

ফিকহ কাকে বলে ?

ফিকাহ আরবি একটি শব্দ যার অর্থ হল উপলব্ধি করা।

আল-ফিকহ ক্ষেত্র সমূহ

মুয়ামালাত, মুয়াশারাত, ইবাদত, উকুবাদ, সিয়াসাত।

Leave a Comment